Top General Science (Physics + Chemistry)Objective Question and Answers for Competitive Exam Part 9 |
1 || সবচেয়ে হালকা ধাতু হলো ?
[A] লিথিয়াম
[B] অ্যালুমনিয়াম
[C] গ্যালিয়াম
[D] সিজিয়াম
ANS :
লিথিয়াম
2 || তড়িত প্রবাহের হলে অত্যন্ত তাপ সৃষ্টি হলেও বৈদুতিক বাল্ব এর ফিলামেন্ট গলে বা পুড়ে যায় না কেন ?
[A] বাল্বের ভিতরে O2 নেই
[B] বাল্বের ভিতরে CO2 নেই
[C] বাল্বের ভিতরে H2 নেই
[D] বাল্বের ভিতরে SO2 নেই
ANS :
বাল্বের ভিতরে O2 নেই
3 || পৃথিবীর কেন্দ্রে কোনো বস্তুর ওজন কি রূপ হয় ?
[A] সর্বাধিক
[B] সর্বনিম্ন
[C] সাধারণ
[D] শুন্য
ANS :
শুন্য
4 || একটি সাধারণ তুলা যন্ত্রে কি মাপা হয় ?
[A] বস্তুর ঘনত্ব
[B] বস্তুর ভর
[C] বস্তুর আয়তন
[D] বস্তুর ওজন
ANS :
বস্তুর ভর
5 || " টেবিল সল্ট " কাকে বলে ?
[A] ম্যাগনেসিয়াম ক্লোরাইড
[B] ম্যাগনেসিয়াম ব্রমাইড
[C] সোডিয়াম ক্লোরাইড
[D] সোডিয়াম ব্রমাইড
ANS :
সোডিয়াম ক্লোরাইড
6 || শাকসব্জি সবুজ রাখতে ব্যবহার করা হয় ?
[A] জিঙ্ক সালফেট
[B] কপার সালফেট
[C] সোডিয়াম সালফেট
[D] ম্যাগনেসিয়াম সালফেট
ANS :
কপার সালফেট
7 || পতনশিল বস্তুর ক্ষেত্রে বস্তু যত নিচে নাম বেগ তত ?
[A] কমে
[B] স্থির থাকে
[C] বাড়ে
[D] প্রথমে বাড়ে পরে কমে
ANS :
বাড়ে
8 || চিনির জল ?
[A] তড়িত বিস্লেস্য
[B] তড়িত পরিবাহী
[C] তড়িত অবিস্লেস্য
[D] তড়িত কুপরিবাহী
ANS :
তড়িত অবিস্লেস্য
9 || নিচের কোনটি অধিক শক্তিশালি রশ্মি ?
[A] গামা রশ্মি
[B] বিটা রশ্মি
[C] আলফা রশ্মি
[D] এক্স রশ্মি
ANS :
গামা রশ্মি
10 || আলফ্রেড নোবেল একজন ?
[A] পদার্থবিদ
[B] অর্থনীতিবিদ
[C] চিকিতসক
[D] রসায়নবিদ
ANS :
রসায়নবিদ