1200+ Indian-History-Questions-and-Answers-Quiz-GK-Part-27 || kormozog |
1 || অমুক্ত মাল্যদা গ্রন্থটি কার রচনা ?
[A] ইলিয়াস শাহ
[B] মহম্মদ সামসুদ্দিন
[C] কৃষ্ণদেব রায়
[D] মালাধর বসু
ANS :
কৃষ্ণদেব রায়
2 || বার্লিন ঘোসনা এর উদ্দেশ্য কি ছিল ?
[A] মহাদেশীয় অবরোধ ব্যবস্থা
[B] ইতালির ঐক্য সাধন
[C] সংবাদ পত্রের কন্ঠরোধ
[D] বার্লিন - বাগদাদ রেলপথ তৈরী
ANS :
মহাদেশীয় অবরোধ ব্যবস্থা
3 || কোন আইন বলে বাংলার গভর্নর কে 'গভর্নর জেনারেল ' আখ্যা দেওয়া হয় ?
[A] ১৭৭১ খিস্টাব্দ এর অ্যামিনি কমিসন দ্বারা
[B] ১৮৫৩ খিস্টাব্দ এর চার্টার এক্ট দ্বারা
[C] ১৪৫৩ খিস্টাব্দ এর হান্টার কমিসন দ্বারা
[D] ১৭৭৩ খিস্টাব্দ এর রেগুলেটিং এক্ট দ্বারা
ANS :
১৭৭৩ খিস্টাব্দ এর রেগুলেটিং এক্ট দ্বারা
4 || অমিত্রঘাত উপাধি গ্রহণ করেন কে ?
[A] বিম্বিসার
[B] অশোক
[C] অজাতশত্রু
[D] বিন্দুসার
ANS :
বিন্দুসার
5 || দুজন নয়া আদর্শ বাদী চিন্তা বিদ হলেন ?
[A] কান্ট , গ্রীন
[B] গ্রীন , ব্রাডলে
[C] কান্ট্ , হেগেল
[D] গ্রীন,হেগেল
ANS :
গ্রীন , ব্রাডলে
6 || প্রাক হরপ্পা সংস্কৃতির প্রাচীনতম নিদর্সন কোথায় আবিস্কৃত হয়েছে ?
[A] মেহেরগর
[B] ব্যাবিলন
[C] চান্হুদারও
[D] মহেন্জদারো
ANS :
মেহেরগর
7 || ভারতের তোতা পাখি কোন কবিকে বলে ?
[A] ফৈজি
[B] বদায়ুনি
[C] জিয়াউদ্দিনবারানি
[D] আমির খসরু
ANS :
আমির খসরু
8 || জিন্দাপির কাকে বলা হয় ?
[A] বিন তুঘলক
[B] ওরাঙ্গজেব
[C] আকবর
[D] শেরশাহ
ANS :
ওরাঙ্গজেব
9 || পল্লব শিল্পের একটি বিখ্যাত নিদর্সন হলো ?
[A] মহাবলীপুরমের কৈলাস মন্দির
[B] ইলোরার মন্দির
[C] ভুবনেশ্বরের রাজারানী মন্দির
[D] তান্জরের শিব মন্দির
ANS :
মহাবলীপুরমের কৈলাস মন্দির
10 || নিরস্ত্রী করণ সম্মেলনে কটি দেশ যোগদান করে ?
[A] 61 টি
[B] 62 টি
[C] 63 টি
[D] 64 টি
ANS :
61 টি