Mathematics MCQ Question And Answer Part 1 || গণিত MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 1 |
1 || 3 দ্বারা বিভাজ্য এমন 2 অঙ্কের প্রথম পাঁচটি সংখ্যার গড় কত ? |
[A] 18 [B] 12 [C] 15 [D] 10 |
ANS :
18
|
2 || একটি পিরামিডের ভূমির ক্ষেত্রফল 57 বর্গ সেমি, উচ্চতা 10 সেমি পিরামিডের আয়তন কত ? |
[A] 190 ঘনসেমি [B] 180 ঘনসেমি [C] 170 ঘনসেমি [D] 160 ঘনসেমি |
ANS :
190 ঘনসেমি
|
3 || A:B = 2:3, B:C = 4:5 ,C:D = 6:7 হলে , A:D এর মান কত হবে ? |
[A] 16:25 [B] 15:32 [C] 18:25 [D] 30:38 |
ANS :
16:25
|
4 || 5 জন পুরুষ বা 9 জন স্ত্রী লোক একটি কাজ 95 দিনে করে তবে 3 জন পুরুস ও 6 জন স্ত্রীলোক কাজটি কত দিনে করবে ? |
[A] 71 দিনে [B] 76 দিনে [C] 72 দিনে [D] 75 দিনে |
ANS :
75 দিনে
|
5 || কোনো আসল 15 বছরে 4 গুন হলে , সুদের হার কত ? |
[A] 5% [B] 10% [C] 20 % [D] 30% |
ANS :
20 %
|
6 || এক বিক্রেতা 20 % লাভে একটি দ্রব্য বিক্রি করে , যদি সে এটি 3 টাকা বেশি দামে বিক্রি করতে পারত তাহলে তার লাভ হত 50% , দ্রব্যটির ক্রয়মূল্য কত ? |
[A] 50 টাকা [B] 40 টাকা [C] 25 টাকা [D] 10 টাকা |
ANS :
10 টাকা
|
7 || এক বই বিক্রেতা 10% ছারে একটি বই বিক্রি করে 8 % লাভ করে , ক্রয়মূল্য ও ধার্যমূল্যের অনুপাত কত ? |
[A] 5:6 [B] 7:8 [C] 9:12 [D] 3:4 |
ANS :
5:6
|
8 || 17.10 টাকা দরে 63 কিলো চা এর সাথে 36.60 টাকা কিলো দরের কত কিলো চা মেশালে প্রতি কিলো চা এর মূল্য 24 টাকা হবে ? |
[A] 20 কিলো [B] 34.5 কিলো [C] 28.5 কিলো [D] 32.5 কিলো |
ANS :
34.5 কিলো
|
9 || একটি ট্রেন একটি ইলেকট্রিক পোল কে 30 সেকেন্ডে এবং একটি 200 মিটার লম্বা প্লাটফর্ম কে 50 সেকন্ডে অতিক্রম করে , ট্রেনটির দৈর্ঘ্য কত ? |
[A] 100 মিটার [B] 200 মিটার [C] 300 মিটার [D] 400 মিটার |
ANS :
300 মিটার
|
10 || একটি ঘরের ক্ষেত্র ফল 273 মিটার , কিন্তু দৈর্ঘ্য 5 মিটার বৃদ্ধি পাওয়াতে তার ক্ষেত্রফল হল 338 মিটার ঘরটির দৈর্ঘ্য ও প্রস্থ কত ? |
[A] 10 ও 20 মিটার [B] 21 ও 13 মিটার [C] 15 ও 25 মিটার [D] 15 ও 20 মিটার |
ANS : 21 ও 13 মিটার |