WB ICDS Supervisor Preliminary Screening Test || MCQ Question and Answer Part 12 |
1 || ভারতের বৃহত্তম প্রতিবেশী রাষ্ট্র কোনটি ? |
[A] চীন [B] পাকিস্তান [C] বাংলাদেশ [D] আফগানিস্তান |
ANS :
চীন
|
2 || পর পর তিনটি সংখ্যার গুনফল ২৭৩০ , সংখ্যা তিনটির যোগ ফল কত ? |
[A] ২০ [B] ৩৪ [C] ৪০ [D] ৩১ |
ANS :
৪০
|
3 || শিক্ষার্থীদের সমাজমুখী করে তোলার জন্য উচিত ? |
[A] সহানভূতিপূর্ণ অভিগ্যতা ভাগ করে নেওয়ার শিক্ষা দেওয়া [B] শ্রেণী সচেতনতা বিসয়ে শেখানো [C] বাঁচা ও বাঁচানোর শিক্ষা দেওয়া [D] A ও B দুটিই |
ANS :
A ও B দুটিই
|
4 || Ring শব্দের Past Participle কি ? |
[A] Rung [B] Ringed [C] Rang [D] Ring |
ANS :
Rung
|
5 || চাঁদের পাহাড় উপন্যাস টি কার লেখা ? |
[A] বিভূতিভুসন মুখোপাধ্যায় [B] বিভূতিভুসন বন্দ্যোপাধ্যায় [C] নারায়ন গঙ্গপাধ্যায় [D] প্রেমেন্দ্র মিত্র |
ANS :
বিভূতি ভুসন বন্দ্যোপাধ্যায়
|
6 || ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা বিশিষ্ট রাজ্য কোনটি ? |
[A] রাজস্থান [B] উত্তরপ্রদেশ [C] পশ্চিমবঙ্গ [D] মহারাষ্ট্র |
ANS :
উত্তরপ্রদেশ
|
7 || গণপতি উত্সব কে প্রবর্তন করেন ? |
[A] বাল গঙ্গাধর তিলক [B] বীর সাভারকার [C] গোপাল হরি দেশমুখ [D] মহাদেব গোবিন্দ রানাদে |
ANS :
বাল গঙ্গাধর তিলক
|
8 || Country শব্দের Plural কি হবে ? |
[A] Countries [B] Countryes [C] Countrys [D] Countris |
ANS :
Countries
|
9 || এলাহাবাদ প্রসস্তি কে রচনা করেন ? |
[A] বানভট্ট [B] কালিদাস [C] সমুদ্রগুপ্ত [D] হরিসেন |
ANS :
হরিসেন
|
10 || এক বিক্রেতা একটি ব্যাগ প্রতি ১০ পয়সা লাভে ৪৪ টাকায় বিক্রি করল , ব্যাগটির ক্রয়মূল্য কত ? |
[A] ৪০ টাকা [B] ৪০.৫৬ টাকা [C] ৪১ টাকা [D] ৪৫ টাকা |
ANS : ৪০ টাকা |