| Biology MCQ Question And Answer Part 12 || জীববিদ্যা MCQ প্রশ্ন ও উত্তর পার্ট 12 |
| 1 || নিচের কোনটি ক্ষুদ্রতম কোষ ? |
[A] লিম্ফসাইট [B] মনোসাইট [C] মাইকোপ্লাজমা [D] কোনটাই নয় |
| ANS : মাইকোপ্লাজমা |
| 2 || আপেল ও ন্যাসপাতি কোন ধরনের ফল ? |
[A] পোম [B] বেরি [C] নাট [D] দ্রুপ |
| ANS : পোম |
| 3 || ব্যাকটেরিয়া কোষে কোন নিউক্লীয় আসিড থাকে ? |
[A] RNA [B] DNA [C] A ও B দুটোই [D] কোনটাই নয় |
| ANS : DNA |
| 4 || নিচের কোন রোগটি ব্যাকটেরিয়া ঘটিত ? |
[A] পোলিও [B] হেপাটাইটিস [C] ইনফ্লুয়েন্জা [D] যক্ষা |
| ANS : যক্ষা |
| 5 || সালোক সংস্লেসের আলোক দশাটি ঘটে ? |
[A] গ্রানায় [B] স্ট্রোমায় [C] থাইলাকয়েডে [D] কোয়ান্তজমে |
| ANS : গ্রানায় |
| 6 || দুধ থেকে প্রাপ্ত জৈব আসিড টির নাম কি ? |
[A] বউতিরিক [B] আসিটিক [C] ল্যাকটিক [D] সাইট্রিক |
| ANS : ল্যাকটিক |
| 7 || কৃত্তিম উপায়ে গ্যাস দ্বারা ফল পাকাতে ব্যবহৃত হয় ? |
[A] আসিটিলিন [B] আক্রোলিন [C] মিথিন [D] ইথিলিন |
| ANS : ইথিলিন |
| 8 || আনারস কোন ধরনের ফল ? |
[A] সিরসির [B] বেরি [C] সোপবেরি [D] সিলিকুয়া |
| ANS : সিরসির |
| 9 || নিচের কোনটি নিস্ক্রিয় অঙ্গ নয় ? |
[A] আপেনডিক্স [B] নিকটিটেটিং মেমব্রেইন [C] কক্সিস [D] গলব্লাডার |
| ANS : গলব্লাডার |
| 10 || কোন প্রাণীর চোখের রেটিনায় পেকটিন থাকে ? |
[A] তিমি [B] পায়রা [C] হাঙ্গর [D] গিরগিটি |
| ANS : পায়রা |