General Science MCQ Question And Answer Part 1 || সাধারণ বিজ্ঞান MCQ প্রশ্ন উত্তর পার্ট 1 |
1 || কস্টিক সোডার আপেক্ষিক গুরত্ব কত ? |
[A] 1.13 [B] 4.13 [C] 3.13 [D] 2.13 |
ANS : 4.13 |
2 || ক্ষমতার একক হলো ? |
[A] ওহম [B] ওয়াট [C] কুল [D] আম্পিয়ার |
ANS : ওয়াট |
3 || কে পোলায়য়েড ইনস্ট্যান্ট ক্যামেরা টি ডিজাইন করেন ? |
[A] মাইকেল ল্যান্ড [B] জেমেস ল্যান্ড [C] এডুইন ল্যান্ড [D] ল্যান্ড স্টেইনার |
ANS : এডুইন ল্যান্ড |
4 || জলের চেয়ে ভারী ধাতু হলো ? |
[A] আয়োডিন [B] রেডিয়াম [C] লিথিয়াম [D] সিজিয়াম |
ANS : আয়োডিন |
5 || টিনের চিহ্ন হলো ? |
[A] Sn [B] Hg [C] As [D] Sb |
ANS : Sn |
6 || নিচের কোন কনার কোনো ভর ও তড়িতাধান নেই ? |
[A] মেসন [B] ইলেকট্রন [C] নিউটিয়ন [D] প্রোটন |
ANS : নিউটিয়ন |
7 || লাই - ফাই ( Li - Fi ) সিস্টেমটি কি ? |
[A] এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট আন্টেনার ওপর নির্ভরশীল [B] এটা একটা সাধারণ মেমরি চিপ [C] এটা একটা অতি আধুনিক ল্যাপটপ [D] এটা একটা সুপার কম্পিউটার |
ANS : এটা একটা সিস্টেম যা কেন্দ্রীয় লাইট আন্টেনার ওপর নির্ভরশীল |
8 || একটি সমতল দর্পনের উপর আলোক রশ্মি ৪৫ ডিগ্রী কোনে আপতিত হলে চ্যুতি কোন কত হবে ? |
[A] ৯০ ডিগ্রী [B] ১২৪ ডিগ্রী [C] ২২৫ ডিগ্রী [D] ৪৫ ডিগ্রী |
ANS : ৯০ ডিগ্রী |
9 || স্টেনলেস স্টিলে কোন মৌল টি থাকেনা ? |
[A] C [B] Cr [C] Ni [D] Cu |
ANS : Cu |
10 || দীপন শক্তির একক হলো ? |
[A] আম্পিয়ার [B] লুমেন [C] ক্যান্ডেলা [D] কোনোটাই নয় |
ANS : ক্যান্ডেলা |