WB ICDS Supervisor Preliminary Screening Test Paper 1 |
1 || সংসদ ভবনের পূর্ব নাম কি ছিল ? |
[A] চেম্বার অফ প্রিন্সেস [B] প্রিন্স ভবন [C] এলিজাবেথ হাউস [D] ক্লাইভ হাউস |
উত্তর দেখুন :
চেম্বার অফ প্রিন্সেস
|
2 || ভারতের প্রথম নির্বাচন কমিসনার কে ছিলেন ? |
[A] রাজেন্দ্র প্রসাদ [B] সুকুমার সেন [C] গোপাল কৃষ্ণ গোখলে [D] গোপাল কৃষ্ণ গান্ধী |
উত্তর দেখুন :
সুকুমার সেন
|
3 || সন্ধি বিচ্ছেদ কর দুর্বল ? |
[A] দু : + বল [B] দু + বল [C] দূর + বল [D] দুই + বল |
উত্তর দেখুন :
দু : + বল
|
4 || কোনো আসল ১০ বছরে দিগুন হলে সুদের হার কত ? |
[A] ১০ % [B] ১৫ % [C] ১৬ % [D] ২২ % |
উত্তর দেখুন :
১০ %
|
5 || দুটি সংখ্যার যোগফল ৩৫ এবং তাদের অন্তর ৫ হলে , সংখ্যা দুটির লসাগু কত ? |
[A] ৬০ [B] ৫৫ [C] ৫৯ [D] ৫০ |
উত্তর দেখুন :
৬০
|
6 || মানব দেহের স্বাভাবিক তাপমাত্রা কত ? |
[A] ৯৮.৪ ডিগ্রী F [B] ১০২ ডিগ্রী F [C] ১০২ ডিগ্রী C [D] ৯৮.৪ ডিগ্রী C |
উত্তর দেখুন :
৯৮.৪ ডিগ্রী F
|
7 || লাইম লাইট কার আত্মজীবনী মূলক ছবি ? |
[A] শার্লক হোমস [B] আর্থার কোনান ডয়েল [C] চার্লি চ্যাপলিন [D] পিটার গুড |
উত্তর দেখুন :
চার্লি চ্যাপলিন
|
8 || একটি অপরিহার্য আম্যাইনো আসিড এর নাম ? |
[A] হিস্টিডিন [B] বুটাডিন [C] টেকোফেরল [D] বউটিরিক |
উত্তর দেখুন :
হিস্টিডিন
|
9 || সন্ধি বিচ্ছেদ কর মৃগেন্দ্র ? |
[A] মৃগ + ইন্দ্র [B] মৃগেন + দ্র [C] ম্রিগ + ইন্দ্র [D] মৃ + গ্রেন্দ্র |
উত্তর দেখুন :
মৃগ + ইন্দ্র
|
10 || হ্যালির ধুমকেতু আবার কত সালে দেখা যাবে ? |
[A] ২০৪০ খিস্টাব্দে [B] ২০৬২ খিস্টাব্দে [C] ২০৩৪ খিস্টাব্দে [D] ২০৫৬ খিস্টাব্দে |
উত্তর দেখুন : ২০৬২ খিস্টাব্দে |