WB ICDS Supervisor Preliminary Screening Test Paper 1 |
1 || মানবদেহে কোষের শক্তিঘর কাকে বলে ? |
[A] লাইসজম [B] মাইট্রকনডিয়া [C] গলগিবডি [D] নিউক্লিয়াস |
উত্তর দেখুন :
মাইট্রকনডিয়া
|
2 || বায়ুমন্ডলের সর্বনিম্ন স্তরের নাম কি ? |
[A] ট্রপস্ফিয়ার [B] স্ট্রাটস্ফিয়ার [C] মেসোস্ফিয়ার [D] আয়নস্ফিয়ার |
উত্তর দেখুন :
ট্রপস্ফিয়ার
|
3 || What Bengal Thinks Today , India Thinks Tomorrow ? |
[A] গোপাল কৃষ্ণ গোখলে [B] গান্ধীজি [C] মমতা বানার্জী [D] জহর লাল নেহেরু |
উত্তর দেখুন :
গোপাল কৃষ্ণ গোখলে
|
4 || জেলা প্রশাসনের প্রধান কে ? |
[A] জেলার কার্য সম্পাদক [B] জেলা শাসক [C] জেলা সভাধিপতি [D] জেলা সভাপতি |
উত্তর দেখুন :
জেলা শাসক
|
5 || বেদ কথাটির উত্পত্তি কোথা থেকে হয়েছে ? |
[A] বিদ শব্দ থেকে [B] বেদাঙ্গ শব্দ থেকে [C] বেদব্যাস এর নাম থেকে [D] বিদ্যা থেকে |
উত্তর দেখুন :
বিদ শব্দ থেকে
|
6 || মৌসিম শব্দের অর্থ কি ? |
[A] ঋতু [B] মনসিম [C] বর্ষা [D] বাদল |
উত্তর দেখুন :
ঋতু
|
7 || এক বিক্রেতা প্রতিটি দ্রব্য ১৪০ টাকাতে বিক্রয় করেন, এতে যদি তার ২৫ % লাভ হয় , তবে প্রতিটি দ্রব্যের উত্পাদন ব্যায় কত ? |
[A] ১১২ টাকা [B] ১৩৪ টাকা [C] ১১৫ টাকা [D] ১০৯ টাকা |
উত্তর দেখুন :
১১২ টাকা
|
8 || একটি কাজ ৩৯ জন লোক ৪০ দিনে সম্পন্ন করলে কতজন লোক ওই কাজ ৬ দিনে শেষ করতে পারবে ? |
[A] ৯১ জন লোক [B] ৫৪ জন লোক [C] ৫৭ জন লোক [D] ৫৮ জন লোক |
উত্তর দেখুন :
৯১ জন লোক
|
9 || পশ্চিমবঙ্গের পূর্বে অবস্থিত একটি প্রতিবেশী দেশের নাম লেখ ? |
[A] বাংলাদেশ [B] শ্রীলংকা [C] আন্দামান [D] চীন |
উত্তর দেখুন :
বাংলাদেশ
|
10 || কত তারিখে শিক্ষক দিবস পালন করে হয় ? |
[A] ৫ জুন [B] ৫ জুলাই [C] ৫ অগাস্ট [D] ৫ সেপ্টেম্বর |
উত্তর দেখুন : ৫ সেপ্টেম্বর |