ইতিহাস MCQ প্রশ্ন ও উত্তর পার্ট ৮ || History MCQ Question And Answer Part 8 |
1 || জৈন ধর্মের উপদেশ গুলোকে এক সাথে কি বলে ? |
A .চতুরাশ্রম B .ত্রিযাম C .চতুর নির্দেশ D . চতুরযাম |
উত্তর দেখুন : চতুরযাম |
2 || বারানসীর সারনাথে ৫ জন শিস্য এর নিকট বুদ্ধের ধর্ম প্রচার কে কি বলে ? |
A . ধর্মপ্রচার B .ধর্ম বিস্তার C .ধর্ম চক্র বিস্তার D .ধর্ম চক্র প্রবর্তন |
উত্তর দেখুন : ধর্ম চক্র প্রবর্তন |
3 || মহাবীর কত বছর বয়সে দেহ ত্যাগ করেন ? |
A . 73 বছর বয়সে B .৭২ বছর বয়সে C .75 বছর বয়সে D .৭০ বছর বয়সে |
উত্তর দেখুন : ৭২ বছর বয়সে |
4 || দক্ষিন ভারতে অবস্থিত ছিল কোন মহাজনপদ ? |
A . কুরু B .পাঞ্চাল C .অস্মক D .মগধ |
উত্তর দেখুন : অস্মক |
5 || নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি প্রজাতান্ত্রিক মহাজনপদ ? |
A . পাঞ্চাল ও কুরু B .কুরু ও পাঞ্চাল C .ব্রিজি ও কুরু D .ব্রিজি ও মল্ল |
উত্তর দেখুন : ব্রিজি ও মল্ল |
6 || রাজস্থানের অন্তর্গত মহাজন পদের নাম কি ? |
A . চেদী B .মতস্য C .পাঞ্চাল D .কুরু |
উত্তর দেখুন : মতস্য |
7 || জৈন ধর্মের অনুগামীরা কার নির্দেশে শ্বেত বস্ত্র পরেন ? |
A . বাহুভদ্র B .মহাবীর C .সুরেশনাথ D .স্থূলভদ্র |
উত্তর দেখুন : স্থূলভদ্র |
8 || প্রাচীন ভারতে ধর্মীয় প্রতিবাদী আন্দোলন গড়ে ওঠার পিছনে কোনটি দায়ী নয় ? |
A . নিম্ন বর্ণের মানুষদের হীন চোখে দেখা B .রাজ আনুকুল্য হ্রাস C .পশুবলির মাত্রা অতিরিক্ত বৃধি D .অতিমাত্রাতে যাগ যজ্ঞ এর প্রাধান্য |
উত্তর দেখুন : নিম্ন বর্ণের মানুষদের হীন চোখে দেখা |
9 || মহাবীর কোথায় দেহত্যাগ করেন ? |
A .কুরু নামক স্থানে B .কুশি নামক স্থানে C . রাজগৃহের পাবা নামক স্থানে D .কাঞ্চন বনে |
উত্তর দেখুন : রাজগৃহের পাবা নামক স্থানে |
10 || সাধারণ মানুষদের বৌদ্ধ ধর্মের প্রতি আকৃষ্ট হবার কারণ ? |
A . আচারণ অতি সহজ B .রাজ অনুকুল্য অতি সহজে পাওয়া যাবে C .যুদ্ধে যেতে হবে না D .জাতিভেদ না থাকায় সমান মর্যাদা |
উত্তর দেখুন : জাতিভেদ না থাকায় সমান মর্যাদা |